সিলেটের কৃতিসন্তান, সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে- মতবিনিময় মিলাদ ও দোয়া মাহফিল করেন টিলাগড়ের বাসিন্দা, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
শনিবার(১০জুলাই) বাদ এশা টিলাগড়স্থ শফিক চৌধুরীর বাসভবনে স্বাস্থবিধি মেনে এ মিলাদ, দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী মোতাওল্লী নুরুল ইসলাম মাখন, রাজপাড়া জামে মসজিদের মোতাওল্লী-মুজিবুর রহমান বেগ, সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, শাপলাবাগ জামে মসজিদের মোতাওল্লী আব্দুল আলী, টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি বুরহান উদ্দিন, মোয়াজ্জিন-হাফিজ আব্দুল হেকিম, রাজপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শহীদুল ইসলাম, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মোঃ ছমর উদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, তফজ্জুল হোসেন, টিলাগড় ক্লাবের সহ সভাপতি কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী মাছুম, তুহিন আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা রশিদুল ইসলাম রাশেদ, কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফয়জুল্লাহ, ছাত্রনেতা মারুফ আহমদ, সৈয়দ মাছুম আহমদ প্রমূখ।।
বার্তা বিভাগ প্রধান