সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে শনাক্ত আজ দুইশত ছাড়িয়েছে। এরআগে এই ল্যাবে একদিনে এতজন আক্রান্ত হন নি।
আজ শুক্রবার (৯ জুলাই) এই ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষায় ২৪০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার প্রায় ৮৭ শতাংশ।
হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৪০ জনের করোনা পজেটিভ আসে।
বার্তা বিভাগ প্রধান