Home » সিলেটে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩, শনাক্ত ৩৮৯ জন

সিলেটে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩, শনাক্ত ৩৮৯ জন

মহামারি করোনাভাইরাসে সিলেটে সংক্রমণ যেন এখন গণহারে হচ্ছে। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরোও ৩৮৯ জন। যা এ যাবৎকালে সিলেটে সর্বোচ্চ। একই সময়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ৬ জুলাই সকাল ৮টা অবধি পূর্বের ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩৮৭ জন করোনাক্রান্ত রোগী সনাক্ত হয়েছিলেন সিলেট বিভাগে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৮টা অবধি পূর্বের ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ৩৮৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। সনাক্তের হার ৪০.১৪ ভাগ। এ সময়ে মারা গেছেন আরও ৩ জন।

আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২১৬ জন, সুনামগঞ্জের ১৬ জন, মৌলভীবাজারের ৬৬ জন ও হবিগঞ্জের ৫১ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ জন করোনাক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন।

তিনি জানান, মৃতদের সবার বাড়িই সিলেট জেলায়।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জনে। আর মৃত্যুর সংখ্যা ৫০৫ জন।

ডা. সুলতানা রাজিয়া আরোও জানান, বর্তমানে সিলেট বিভাগ ৫০৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তন্মধ্যে ৪৫০ জনই সিলেট জেলার।

এদিকে, সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরোও ১৩৬ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৭৮ জনে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *