সিলেটসহ সারা দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গেল ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণহানি ঘটেছে ২০১ জনের। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। ওই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬২ জনের দেহে। করোনার ঊর্ধ্বগতি থামাতে সরকার গেল ১ জুলাই থেকে সারাদেশে জারি করেছে কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়নে সিলেট জেলা প্রশাসন প্রতিদিন চালিয়ে যাচ্ছে অভিযান। দেয়া হচ্ছে মামলা, হচ্ছে লাখ লাখ টাকা জরিমানাও। তারপরও সিলেটে মানুষের অযথা চলাচল থামানো যাচ্ছে না। বিনা কারণে মানুষকে ঘর থেকে বের হওয়া ও অনেককে মাস্ক পরতে অনীহা করতেও দেখা গেছে।
লকডাউনের সপ্তম দিনে (বুধবার) লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে নানা অপরাধে ১৫৪টি মামলা করা হয়। এ সময় ১ লাখ ৫১ হাজার ৫০ টাকা জরিমানাও করা হয়। প্রায় প্রতিদিনই সিলেটে লাখ টাকার উপর জরিমানা করছে প্রশাসন।
কোর্ট পরিচালনা কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম নিয়োজিত ছিল।
এদিকে লকডাউন বাস্তবায়নে আজ বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫৮টি যানবাহনে মামলা ও ৭৬টি যানবাহন আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮১ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।
বার্তা বিভাগ প্রধান