Home » সিলেটে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

সিলেটে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

সিলেটে অতীতের সব রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ মৃত্যু দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে করোনা ভাইরাস। মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনা সনাক্ত হয়েছে আরও ৩৬২ জনের। এরআগে গত সোমবার (৫ জুলাই) সিলেটে করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। রোগীকে বাঁচাতে তাদের স্বজনরা আইসিইউর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ৭ জন সিলেটের। সেই সাথে সনাক্ত হওয়া ৩৬২ জনের মধ্যে সিলেটের ১৬৫ জন রয়েছেন। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৫ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ৭ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫০২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৮ জন রয়েছেন।

বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯ জনের প্রাণহানী হয়। এরমধ্যে সিলেটের ৭ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের আরও ১ জনের প্রাণহানী হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৬২ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬৫, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ৯৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ৩৬২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৬ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৫ জন। এরমধ্যে সিলেট জেলার ১১৪ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৬১৬ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৫৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ১৮ জন, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের ১ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪৪ জন। এরমধ্যে সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ১৮ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *