উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া।
দিলীপ কুমার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন।
পরিবারের বন্ধু ফয়সাল ফারুকী যিনি এই অভিনেতার অফিশিয়াল টুইটার সামলাতেন তিনি একটি পোস্টে লেখেন, ভারী হৃদয় এবং গভীর শোকের সঙ্গে ঘোষণা করছি, কয়েক মিনিট আগে আমাদের প্রিয় দিলীপ সাব মারা গেছেন।
এর আগে রবিবার তার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে দিলীপ কুমারের অসুস্থতার কথা জানানো হয়। টুইটে স্ত্রী সায়রা বানু, কিংবদন্তি অভিনেতার জন্য প্রার্থনা করার আবেদন করেছিলেন।
উপমহাদেশে এই চলচ্চিত্র অভিনেতা ‘ট্রাজেডি কিং’ নামে সুপরিচিত ছিলেন। তিনি ১৯৪৪ সালে ‘বোম্বে টকিজের’ ব্যানারে ‘জোয়ার ভাঁটা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি চলচ্চিত্র শিল্পে ছয় দশকের অধিক সময় ধরে বিচরণ করেছেন।
সরকার ১৯৯১ সালে তাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেন এবং ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্রের প্রতি তার অবদানসমূহের জন্য দাদাসাহেব ফালকে পদকে ভূষিত করেন।
বার্তা বিভাগ প্রধান