সিলেটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের লখীপুরে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে এই ভূমিকম্প হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এই মাত্রার ভূমিকম্পকে ‘মাঝারি’ হিসেবে বিবেচনা করা হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের লখীপুরের ৭ দশমিক ৮ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে বাংলাদেশের ঢাকা, সিলেটসহ বিভিন্ন এলাকায় কম্পন্ন অনুভূত হয়েছে।
তবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন অবধি পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সিলেটে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বার্তা বিভাগ প্রধান