Home » কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন

কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন

সাতদিন ব্যাপি কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন। সিলেট নগরীর ও ১৩টি উপজেলায় প্রতিদিন অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

তার ধারাবাহিকতায় সিলেটের রবিবার যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দিন ব্যাপী মহানগর ও প্রতিটি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানা যায়, মহানগরী ও উপজেলাগুলোর মধ্যে ৩২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১৩৫ টি মামলা করা হয়। এ সময় ১ লাখ ৭৬ হাজার ৩শ টাকাও অর্থদন্ড প্রদান করা হয।

এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় করে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *