Home » গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় মৃত্যু ২, শনাক্ত হয়েছেন ২২৮ জন

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় মৃত্যু ২, শনাক্ত হয়েছেন ২২৮ জন

সিলেটে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। সেই সাথে প্রতিদিনই করোনায় প্রাণহানী হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণহানী হয়েছে। সেই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ২২৮ জন। এর মধ্যে ১৩৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৪৭ জন।

গত বছরের মার্চ থেকে এ বছরের ৪ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৬ জন রয়েছেন।

রবিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ২২৮ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৩৬ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ২১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩২ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ২২৮ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭১৪ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৯৯ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ০৫৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৩৮ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ১২১ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১২৭ জন, সুনামগঞ্জের ৬ জন, মৌলভীবাজারে আরও ১৪ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৩১৬ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭১৮ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন করোনা আক্রান্ত রোগী। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে আরও ১৫ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *