Home » ৭০ মিলিমিটার বৃষ্টিতে চরম ভোগান্তিতে সিলেটবাসী

৭০ মিলিমিটার বৃষ্টিতে চরম ভোগান্তিতে সিলেটবাসী

সিলেটে দিনভর বৃষ্টি হয়েছে। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সিলেটে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে সকাল থেকে টানা বর্ষণের ফলে ভোগান্তিতে পড়েছেন মানুষ।

বুধবার (৩০ জুন) সকাল থেকেই ঝুম বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা ৭ টার দিকে এই প্রতিবেদন লেখার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আর সকাল থেকেই বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। বৃষ্টিতে অনেক স্থানে রাস্তাঘাট ডুবে যাওয়ার কর্মস্থল বা বিভিন্ন কাজে বাসা থেকে বের হওয়া লোকজনের ভোগান্তি চরমে পৌঁছেছে।

নগরীর বিভিন্ন এলাকা সড়কে বৃষ্টির পানি জমে গেছে। এতে জলজটে একাকার হয়ে পড়েছে বেশ কয়েকটি সড়ক। অন্যদিকে জরুরি কাজে বের হওয়া মানুষজন পড়েছেন যানবাহন সংকটে। এরমধ্যে যেসব যানবাহন নগরে চলাচল করছে তারাও আদায় করছে অতিরিক্ত ভাড়া।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আসলাম বলেন, জীবিকার তাগিদে ঘরে বসে থাকার উপায় নেই। তাই নিরুপায় হয়ে বৃষ্টি মাথায় নিয়েই নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছি।

এছাড়াও যাদেরকেই সড়কে দেখা গেছে বা যারা ছাতা নিয়ে বেরিয়েছেন বৃষ্টি থেকে তাদের শরীরের উপরের অংশ বেচে গেলেও রক্ষা পায়নি নিচের অংশ। শরীরের নিচের অংশ পানিতে ভিজে গেছে তাদের। নিম্নআয়ের দিনমজুর, রিকশাচালক অনেককে মাথায় পলিথিন মুড়িয়ে বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে দেখা গেছে। আবার অনেকে বৃষ্টিতে ভিজেই রওনা হয়েছেন নিজ নিজ মন্তব্য।

রেদওয়ান রহমান নামে একজন বলেন, বর্ষার মৌসুমে এমনিতেই নগরের বিভিন্ন সড়কে চলা কঠিন তারপরেও অনেক জায়গায় কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করায় ভোগান্তি যেন আরও চরমে পৌঁছেছে।

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বৃহস্পতিবারও সিলেটে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। সিলেটের বিভিন্ন স্থানে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী বলেন, আগামী জুলাইয়ের ৯ তারিখ পর্যন্ত সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে শুধু আমাদের এখানেই নয় উজানেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বর্ষকাল চলছে। তাই দিনের যেকোনো সময়ই বৃষ্টি দেখা দিতে পারে। আগামীকাল বৃহস্পতিবার দিনভর থেমে থেমে বৃষ্টি চলবে। তবে আগামীকাল বৃহস্পতিবার রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। বলা যেতে পারে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *