Home » বৃহস্পতিবার থেকে সারাদেশে সিনোফার্ম টিকা দেওয়া শুরু

বৃহস্পতিবার থেকে সারাদেশে সিনোফার্ম টিকা দেওয়া শুরু

আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে চীনের সিনোফার্ম টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার ( ৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অংশ নিয়ে এ তথ্য জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

ডা. শামসুল হক বলেন, আগামীকাল থেকে সারা দেশজুড়ে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশের সকল মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, ২৫০ বেড হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল, সৈয়দপুর সদর হাসপাতালে এ টিকাদান কর্মসূচি চলবে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

এ ছাড়াও রাজধানী ঢাকায় ইতোমধ্যে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি চলেছে ৪৮টি কেন্দ্রে। কিন্তু সেখান থেকে এবারে ৮টি কেন্দ্র বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানান ডা. শামসুল হক।

সিনোফার্মের টিকা অগ্রাধিকার তালিকায় যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে রয়েছে মেডিক্যাল, নার্সিং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীরা।

একইসঙ্গে যারা এর আগে রেজিস্ট্রেশন করেও টিকা নিতে পারেননি তারাও সিনোফার্মের টিকা নিতে পারবেন। এ ছাড়াও যারা প্রবাসী শ্রমিক রয়েছেন তারাও সিনোফার্মের টিকা নিয়ে বিদেশ যেতে পারবেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *