Home » সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটে নগরীর মাছিমপুরস্থ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।

২৫ জুন শুক্রবার সকালে সীমান্তিকের চেয়ারপার্সন শফিকুল হক তপাদারের সভাপতিত্বে ও মহাসচিব, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ  মোঃ শামীম আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক এর চীফ পেট্রোন, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ডঃ আহমদ আল কবির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা, মানব উন্নয়ন ও মানব সম্পদ তৈরী সহ সকল ক্ষেত্রে সীমান্তিক সুনামের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সীমান্তিক প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতীর কল্যাণে কাজ করায় প্রতিষ্ঠানের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে।

তিনি সীমান্তিকের সুনাম ধরে রেখে সকলকে কাজ করার আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশীদার হতে প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে মানবসম্পদে রূপন্তর করতে গুরুত্বসহকারে কাজ করে এগিয়ে যেতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আরটি এম আল কবির ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ নাজমুল হক, আরটিএম ইন্টারন্যাশনাল এর কো চেয়ারম্যান ও সীমান্তিকের ঢাকা কমিটির চেয়ারম্যান ড.আহমদ আল ওয়ালী । স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকে’র চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল।

প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান।

বক্তব্য রাখেন সীমান্তিকের ভাইস চেয়ারপার্সন সাজনা সুলতানা হক চৌধুরী, উপ-পরিচালক কাজী হুমায়ূন কবীর,পরিচালক পারভেজ আহমদ, পরিচালক (শিক্ষা)অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার,ফাইন্যান্স ম্যানেজার আলতাফ হোসেইন, বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী রিলন, মালেক আহমেদ, আব্দুল আহাদ, আব্দুল হাই,আব্দুল্লাহ আল সুমন, কক্সবাজার আরটিএম এর প্রকল্প সম্বন্বয়কারী মিস নাসরীন মনিকা,সাবেক চেয়ারম্যান আবু জাফর রায়হান, অধ্যক্ষ জালাল আহমদ,পল্লী বিদ্যুৎ এর সাবেক পরিচালক  আখতার হোসেন রাজু, আবু মোহাম্মদ জাকারিয়া। উপস্থিত ছিলেন প্রফেসর মিনহাজুল হক, ডাঃ মোঃ রুহুল আমিন, মিডওয়াইফারী প্রকল্পের পিএম জান্নাত আরা মৌ,সমাজসেবী আব্দুল মালেক চৌধুরী মানিক,ময়নূল হক,  আহমদুল হক চৌধুরী বেলাল,আহমদ আল ফয়সাল, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের  সাধারন সম্পাদক মোস্তফা আহমদ তাপাদার প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানের আগে মুজিববর্ষ উপলক্ষে সীমান্তিক কমপ্লেক্স প্রাঙ্গণে সম্মানিত অথিতিবৃন্দকে নিয়ে  বৃক্ষরোপন কর্মসূচির শুভ  উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডঃ আহমদ আল কবির।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *