নিউজ ডেস্ক: লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে গতকাল রোববার আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ সিনেমার ১ মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি প্রকাশ করা হয়। পুরো টিজারজুরে শাকিব খানকে অ্যাকশন, জ্বালাও পোড়াও দৃশ্যে দেখা যায়। এদিকে নায়িকা বু্বলীকেও অ্যাকশন দৃশ্যে দেখা যায়।
এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশন। মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার।
‘সুপার হিরো’ ছবির বেশিরভাগ শুটিং হয়েছে ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়। ‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
ছবিটি নির্মিত হয়েছে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। ছবিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।
[youtube v=”6zD8A66h6s8″]
নির্বাহী সম্পাদক