সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার করা হয়। ১৫/০৬/২০২১খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) সৌমেন দাস, এসআই(নিঃ) শামীম উদ্দিন, এএসআই(নিঃ)/৬২১ প্রদীপ কুমার সিংহ, কনস্টেবল/৮২৪ আবু সুফিয়ান, কনস্টেবল/৯০৩ নজরুল ইসলাম, কনস্টেবল/১৫৬৩ হাসান বক্স, কনস্টেবল/১৪০৫ আব্দুল্লাহ আল মামুন, কনস্টেবল/৭৩৫ জীবন মিয়া-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (রহঃ) থানাধীন খাদিমপাড়া বিআইডিসি এলাকাস্থ সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ফাঁকা স্থানে অভিযান পরিচালনা করে ১। মোঃ বাবুল মিয়া (৩২), পিতা- মৃত সুরুজ মিয়া, স্ত্রী- মমতা বেগম (মোবাইল- ০১৬৪১২১৪৮৬০) সাং- হামিদ মিয়ার কলোনী (হামিদ মিয়ার স-মিলের পাশে), আরামবাগ, বালুচর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে ক্রয় করিয়া এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।