নিজস্ব সংবাদদাতা: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যালয় (হক মঞ্জিল শাপলা-১০, উত্তর জল্লারপার, ডাকঘর ঃ সিলেট-৩১০০, সিলেট সদর, ২নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট)-এর নামফলক উন্মোচন ২৭ মে ২০১৮ (১০ রমজান ১৪৩৯) রবিবার বিকাল ২টায় অনুষ্ঠিত হয়।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি’র সভাপতি খন্দকার শিপার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন’র (ইমজা) সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি হাবীব আহমদ শিহাব, গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরাম’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান সুন্দর, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র সাংগঠনিক সচিব মোঃ জাকারিয়া ইমরুল, প্রচার সচিব মোঃ শিপন খান। সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সিলেট কল্যাণ সংস্থা’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় নামফলক উন্মোচন পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট কল্যাণ সংস্থা দীর্ঘ ২০ বছর ২৩ দিন ধরে ধারাবাহিক ভাবে তাদের কর্মতৎপরতা পরিচালনা করে আসছে। ইতোমধ্যে সংস্থাটি জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১০ সালে জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদক গ্রহণ করেছেন। সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে বৃহত্তর সিলেটের বিভিন্ন সমস্যা উপস্থাপন করে ব্যতিক্রমধর্মী কর্মসূচীর মাধ্যমে দাবি উপস্থাপন করা এই সংগঠনের একটি বিশেষ গুন। যা সর্বমহলে প্রশংসার দাবিদার।
সংগঠনটি যুব সমাজের নেতৃত্ব বিকাশে, কারিগরী প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ব্যক্তি হিসেবে, আত্মনির্ভরশীলতায় ও সৃজনশীল অবস্থানে পরিবর্তনের জন্য অনবদ্যভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষায় সিলেট কল্যাণ সংস্থা সব সময় কাজ করে যাবে এটাই আমাদের প্রত্যাশা। নামফলক উন্মোচন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মামুনুর রশীদ মামুন, রুমন আহমদ, মোহাম্মদ আলী, মোঃ আব্দুল মুকিত, মোঃ মিজানুর রহমান রুমন, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, ফখরুল আল হাদী, আনহার চৌধুরী রাজু, মোঃ আশিক আহমদ, মোঃ শরীফ আহমদ চৌধুরী, মোঃ সানোয়ার হোসেন, মোঃ বদরুল ইসলাম, মোঃ ফয়জুর রহমান ফয়সাল, মোঃ শাহিন আহমদ, মোঃ খালিক নুর, আরাফাত হোসেন সোহাগ, রিয়াদ এ.এইচ. শায়েক চৌধুরী, বিজিত চন্দ, মোঃ নিয়াজ কুদ্দুছ খান, মোঃ শাহ আলম, মোঃ মিজান আহমদ, মোঃ সাইফুল ইসলাম হিমেল।
নির্বাহী সম্পাদক