উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। এসময় পরী এ ঘটনার সঠিক বিচার চেয়েছেন।
জানা গেছে, গত বুধবার পরীমণি তার নিজের কস্টিউম ডিজাইনার জেমীর অসুস্থ মাকে দেখতে যেতে চান। এ কথা শুনে পরী ও জেমীর সঙ্গে তাদেরই পূর্বপরিচিত অমিও যেতে চান। জেমীর মাকে দেখতে যাওয়ার পথে উত্তরা বোটিং ক্লাবের কাছে গিয়ে অমি বলেন তার সেখানে একটু কাজ আছে।
অমি জানান, যেহেতু এখানে এসেছি, তোমরা একটু সময় দিলে ভালো হতো আমার উত্তরা বোটিং ক্লাবে আমার একটা কাজ আছে। তার কথায় পরীমণি ও জেমী উত্তরা বোট ক্লাবে কিছু সময়ের জন্য যায়। এরপর সেখানে ১০ মিনিট বসার পর জেমী ওয়াশরুমে যেতেই তাকে সেখানে আটকে দেওয়া হয়। এসময় নাসির উদ্দিন মাহমুদসহ চার-পাঁচজন মদ্যপ এসে পরীকে মদের অফার করেন। কিন্তু পরীমণি তাতে অস্বীকৃতি জানালে তাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করা হয় এবং চড়-থাপ্পড় মারা হয়।
বার্তা বিভাগ প্রধান