আলোকিত পৃথিবীতে তোমার ছোঁয়া কালো বিষাক্ত বিষ ছড়িয়েছে!
তোমি পৃথিবী বক্ষে মৃত্যুর মেলা বসিয়েছো!
তোমি নিঃশেষ করতে চাচ্ছো
আলোকিত এই সভ্যতাকে,
কিন্তু তুমি কী জানো?
সভ্যতা বিলীন হলেও
পরবর্তীতে ভেষে ওঠে
যেমন উঠেছিলো-সুমেরিয়-মিশরীয় সভ্যতা!
তখন তোমার ধ্বংসাবলী-
প্রষ্ফুটিত হবে,ধিক্কার দিবে বিশ্ব জনতা!
‘করোনা’ তুমি মানবপ্রেমী হও
মানুষের মাঝে তুমি
সৃষ্টি করো সুন্দর জিবনের সন্ধান।
লেখকঃ মাহমুদ চৌধুরী