সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেছেন। দীর্ঘ প্রায় দেড় বছর পর তিনি আজ সোমবার বিমানযোগে সিলেটে আসার পরপরই প্রয়াত মেয়র কামরানের মানিকপীরস্থ কবর স্থানে গিয়ে জিয়ারত করেন।
এরপর তিনি নগরীর ছড়ারপাড়স্থ কামরানের বাসায় যান। সেখানে গিয়ে তিনি প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের পরিবারের খোঁজখবর নেন।
এর আগে বিমানবন্দরে সিলেট ৬ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা.আরমান আহমদ শিপলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য সাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান,বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের বিয়ানীবাজার যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবদুস শুকুর, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখর,এমদাদ রহমান ও সাজলু লস্কর।
এছাড়া গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সম্পাদক মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৪ দিনের এক সফরে আজ সোমবার বেলা ২টায় বিমানযোগে সিলেটে আসেন সাংসদ নুরুল ইসলাম নাহিদ। বিভিন্ন কর্মসুচীতে যোগদান শেষে ১০ই জুন বৃহস্পতিবার বিকেল ৩.৩৫ মিনিটের সময় ইউ.এস বাংলার ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।
বার্তা বিভাগ প্রধান