Home » বিধিনিষেধ কি বাড়ছে

বিধিনিষেধ কি বাড়ছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টানা দুই মাস ধরে বিধিনিষেধ চলছে। করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে বিধিনিষেধে শিথিলতা এনে অব্যাহত রেখেছে সরকার। সবশেষ বাড়ানো মেয়াদ শেষ হচ্ছে আজ রোববার (৬ জুন)। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন বিধিনিষেধ বাড়ানোর আভাস মিলেছে।

এদিকে শনিবার (৫ জুন) দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৪৭ জন। এই পরিস্থিতিতে আরেক দফা বাড়ানোর হতে পারে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমনই আভাস পাওয়া গেছে। মন্ত্রিপরিষদ বিভাগে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আরেকদফা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ এসেছে। তবে বাড়ানো হবে কীনা সে প্রসঙ্গে আগে মন্তব্য করা যাবে না। বিকেল নাগাদ সবাই জানতে পারবেন।

উল্লেখ্য, গত করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। প্রথম দিকে যানবাহন চলাচল, অফিস আদালতের কার্যক্রমে কঠোরতা থাকলেও পরে ধাপে ধাপে তা শিথিল করা হয়। জীবন-জীবিকার কথা চিন্তা করে খুলে দেওয়া হয় শপিংমল দোকানপাট, গণপরিবহনও। সবশেষ গত ৩০ মে সাতদিন বিধিনিষেধ বাড়ানো হয়। যা রোববার (৬ মে) মধ্যরাতে শেষ হচ্ছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *