Home » সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৮৩, মৃত্যু ১

সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৮৩, মৃত্যু ১

সিলেটে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও ১ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৬১জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩জন। শনিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিলেটে ২৪ ঘন্টায় নতুন করে করোনাক্রান্ত হয়েছেন আরও ৮৩জন। তাদের মধ্যে সিলেট জেলার ৬৫ জন, হবিগঞ্জের ৩ জন, মৌলভীবাজারে ৭ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৮ জন।

এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৩ হাজার ৪৮ জন। তারমধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৫৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩২ জন, হবিগঞ্জে ২ হাজার ৫১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৪৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৬১ জন। তারমধ্যে সিলেট জেলায় ৬০জন, মৌলভীবাজারে ১ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৫৭৮ জন।তারমধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৪৩১ জন,সুনামগঞ্জে ২ হাজার ৭৩৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪১ জন।

এদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১জন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৭ জন। তারমধ্যে সিলেট জেলায় ৩৩৯ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। তারমধ্যে সিলেটে ১১ জন, মৌলভীবাজারে আরও ১ জন রয়েছেন।

এনিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২১ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে আরও ২৫ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *