Home » সবে খাবারটা মুখে তুলতে যাবে, বাইরে থেকে চিৎকার ‘পুলিশ এসেছে

সবে খাবারটা মুখে তুলতে যাবে, বাইরে থেকে চিৎকার ‘পুলিশ এসেছে

দাসপুর থানার ঝুমঝুমি গ্রাম। সেখানকার বাসিন্দা রাসবিহারী মণ্ডল। তাঁরই মেয়ের বিয়ে ছিল বুধবার। অভিযোগ ৫০০ থেকে ৬০০ জন নিমন্ত্রিত ছিল এই অনুষ্ঠানে। সকাল থেকেই বিয়ে বাড়িতে লোকের আনাগোনা। সন্ধ্যা গড়াতেই নিমন্ত্রিতদের ভিড়। করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল অনুষ্ঠান।

অতিথি-অভ্যাগতদের ভিড়। প্যান্ডেল টাঙিয়ে দেদার খাওয়াদাওয়ার আয়োজন। মাইকে একের পর এক ‘প্রেমের গান’। এরই মধ্যে হঠাৎই গিয়ে পৌঁছয় পুলিশ। সাক্ষাৎ যেন যমের উদয়। হাতে খাবার নিয়েই ছুটে পালালো কেউ কেউ। যদিও পুলিশ বিয়ের রাতে কোনও ব্যবস্থা নেয়নি। তবে বৃহস্পতিবার মহামারী আইনে একজনকে গ্রেফতার করেছে।

এই ঘটনায় পাড়ার অনেকেই অসন্তুষ্ট ছিলেন বলে অভিযোগ। রাজ্যজু়ড়ে এখনও করোনার সংক্রমণ নাগালে আসেনি। মৃত্যু হারও বেশ উদ্বেগের। এই পরিস্থিতিতে এমন ঘটনা সত্যিই জেনে বুঝে বিপদের ঝুঁকি নেওয়া। খবর যায় থানায়। রাতেই বিয়ে বাড়িতে হাজির হয় পুলিশ।

পুলিশকে দেখে পড়ি কী মরি করে ছুট লাগান আমন্ত্রিতরা। সুস্বাদু খাবারের লোভ সামলাতে না পেরে কেউ কেউ খাবার হাতে ধরা খাবার নিয়েই দৌড় দেন। যদিও বুধবার রাতে পুলিশ মানবিকতার খাতিরে কিছু বলেনি। তবে বলে গিয়েছিল, আইনের পথে হেঁটে ব্যবস্থা নেওয়া হবে। মহামারী আইনে বৃহস্পতিবারই একজনকে গ্রেফতার করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *