Home » ভ্যাকসিন নিলেই বিয়ার ফ্রি

ভ্যাকসিন নিলেই বিয়ার ফ্রি

আগামী ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। ওই দিনের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষকে অন্তত পক্ষে করোনা টিকার এক ডোজের আওতায় নিয়ে আসার টার্গেট নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই লক্ষ্য পূরণে রয়েছে নয়া চমকের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। জো বাইডেন জানিয়েছেন, ভ্যাকসিন নিলেই প্রাপ্তবয়স্করা পাবেন বিনামূল্যে এক বোতল করে বিয়ার।

এই গোটা জুন মাসকে ‘মান্থ অব অ্যাকশন’ বলে ঘোষণা করেছেন বাইডেন। এ মাসে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা দিতে চায় তার প্রশাসন। সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার বিষয়ে যে অনীহা রয়েছে, তা দূর করতে স্থানীয়ভাবে এমন অফার অবশ্য নতুন নয়। দেশটির একাধিক স্থানে টিকাগ্রহীতাদের জন্য বিভিন্ন অফার রয়েছে। যেমন কোথাও আর্থিক উপহার দেওয়া হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে স্পোর্টস টিকিট। আবার কোনও কোনও অফিস কর্মীদের বেতনসহ ছুটিও দিচ্ছে। তবে খোদ হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন ঘোষণা এটিই প্রথম।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত আমেরিকায় ৬২ দশমিক ৯ শতাংশ প্রাপ্তবয়স্ক অন্তত করোনা টিকার একটি ডোজ নিয়েছেন। ১৩৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ পুরো ডোজ টিকা নিয়েছেন। তবে আগের তুলনায় বর্তমানে আমেরিকায় দৈনিক টিকাদানের হার কমেছে। সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন সংক্রান্ত অনীহা দূর করতেই তাই এবার আকর্ষণীয় সব চমক দিতে শুরু করেছে বাইডেন প্রশাসন।

সূত্র: জি নিউজ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *