Home » জিন্দাবাজারে কাজী এসপারাগাসে জনসচেতনতা মূলক অভিযান

জিন্দাবাজারে কাজী এসপারাগাসে জনসচেতনতা মূলক অভিযান

সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ‘কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ড’ এ অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন দোকানে করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে বুধবার (২ জুন) বিকেল ৪টার দিকে এ অভিযান চালানো হয়।অভিযানকালে জরিমানা করা হয়নি। তবে খাবার পরিবেশনকালে স্টাফদের মুখে মাস্ক না থাকা এবং শারীরিক দূরত্ব বজায় না থাকায় এসপারাগাসের বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীদের সতর্ক করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ডে গিয়ে দেখা গেছে বিভিন্ন দোকানে খাবার পরিবেশনকালে স্টাফদের মুখে মাস্ক নেই। প্রাথমিক পর্যায়ে তাদের জরিমানার আওতায় না নিয়ে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এভাবে করোনাকালীন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *