শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট হৃদে ৭ আরোহীকে নিয়ে বিমানটি বিধ্বস্ত হয় বলে সিএনএন জানিয়েছে। লারার বয়স হয়েছিল ৫৮ বছর। তার স্ত্রী গোয়েন শ্যাম্বলিন লারা ছিলেন একজন ডায়াটেশিয়ান। ছোট আকারের বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা বলেছেন, হ্রদের পানিতে তারা বিমানের ধ্বংসাবশেষের পাশাপাশি মানুষের দেহের ধ্বংসাবশেষও দেখেছেন। রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউয়ের (আরসিএফআর) একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কমান্ডার ক্যাপ্টেন জাশোয়া স্যান্ডার্স।
তিনি বলেন, “আমরা তাদের (আরোহী) জীবন্ত উদ্ধারের কোনও সম্ভাবনা দেখছি না। যতটা সম্ভব ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।” আরসিএফআর ফেইসবুকে পেইজে জানানো হয়েছে, ছোট বাণিজ্যিক বিমানটি টেনেসির স্মেয়ারনা রাদারফোর্ড কাউন্টি বিমানবন্দর থেকে পাম বিচ বিমানবন্দরের পথে যাচ্ছিল। জো লারা ১৯৮৯ সালের টেলিছবি ‘টারজান ইন ম্যানহাটন’-এ অভিনয় করেন। এরপর টিভি সিরিজ ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’-এ কাজ করেন তিনি।
‘স্টিল ফ্রন্টিয়ার’, ‘সাবসেট হিট’, ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’, ‘ট্রপিক্যাল হিট’সহ বেশ কয়েকটি অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করেছেন এ হলিউড অভিনেতা। ২০১৮ সালে লেখক ও ‘ডায়েট গুরু’ শ্যাম্বলিনকে বিয়ে করেন লারা।
বার্তা বিভাগ প্রধান