সিলেটে খাদ্যে ভেজাল থাকায় টেস্টি ট্রিটসহ চারটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে শুরু হওয়া ২ ঘন্টাব্যাপী যৌথ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অতি. পুলিশ সুপার মো. সামিউল আলম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মেট্রো শ্যামল পুরকায়স্থ।
এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও খাদ্যে ভেজাল থাকায় সান্টু মিয়ার মাংসের দোকানে ৫ হাজার টাকা, টেস্টি ট্রিটকে ৫ হাজার টাকা, খোকন স্টোরকে ৪ হাজার টাকা ও দুই ভাই মাংসের দোকানে ১ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ওবাইন।
বার্তা বিভাগ প্রধান