অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সিলেট নার্সিং এন্ড মেডিকেল এসোসিয়েশন ও টেকনোলজি ।
সমাবেশে আব্দুল জলিলের সভাপতিত্বে ও শ্রাবণী আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক জিহাদ আহমেদ, অর্থ সম্পাদকঃ-তাহমিদ আহমেদ, সাধারণ সম্পাদকঃ-ফেরদৌস আলম, উপদেষ্টাঃ-আমীতা বর্ধন।
সমাবেশে বক্তারা বলেন অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেক মেয়ের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। অনেক ছাত্র কাজে ব্যস্ত হয়ে পড়ছে।
তারা বলেন,অনেকে আবার নেশায় আসক্ত হয়ে পড়ছে। যদি শিক্ষা প্রতিষ্ঠান না খুলে তাহলে জাতির কর্ণধার পাওয়া যাবে না। দেশে অনেক মানুষ অশিক্ষার অন্ধকারে তলিয়ে যাবে।
যদি স্বাস্থবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেওয়া হয় তাহলে তারা আরো জুরালো আন্দোলনে যাবেন।
বার্তা বিভাগ প্রধান