সিলেট নগরীর সকল ঝুঁকিপূর্ণ মার্কেট আগামী দশ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে এই নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও একই সময়ের জন্য ঝুঁকিপূর্ণ অন্যান্য ভবনের বাসিন্দাদেরও অন্যত্র সরে যেতে বলা হয়েছে। রবিবার সিটি কর্পোরেশন পরিচালিত অভিযানে কয়েকটি ভবন সরেজমিন পরিদর্শন করে এমন নির্দেশনা দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
তবে এ অভিযানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রায় ২৫টি ভবন বন্ধ করার নির্দেশ দিলেও জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন দ্বিতল ভবন ‘জেন্টস গ্যালারী’ নিজে দাড়িয়ে থেকে বন্ধ করেন মেয়ন আরিফ। অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ভবন আগামী ১০ দিনের জন্য বন্ধ করে দেয়া হয় বলে জানান অভিযান সংশ্লিষ্টরা। এসময় তার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা ছিলেন।
গতকাল শনিবার ও আজ রবিবার কয়েক দফায় সিলেট নগরীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে সিলেটে আগামী এক সপ্তাহ বড় ধরণের ভূমিকম্পের শংকা রয়েছে। যার পরিপ্রেক্ষিতে আগামী প্রস্তুতি হিসেবে অভিযানে নামে সিলেট সিটি কর্পোরেশন। মেয়রের নির্দেশনার পর এই বিষয়ে করণীয় সম্পর্কে বৈঠকে বসেছেন মার্কেটগুলোর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।
বার্তা বিভাগ প্রধান