Home » সংসার জীবনের ২৫ বছর পূর্ণ করলেন ববি দেওল

সংসার জীবনের ২৫ বছর পূর্ণ করলেন ববি দেওল

বলিউড অভিনেতা ববি দেওল সংসার জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন। বিবাহবার্ষিকী উপলক্ষে রোববার (৩০ মে) তিনি তার স্ত্রী তানিয়া দেওলকে অভিনন্দন জানিয়েছেন।
ববি দেওল স্ত্রীর সঙ্গে তোলা বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার হৃদয়, আমার আত্মা। তুমি আমার কাছে পৃথিবী। তোমাকে চিরকালের জন্য ভালোবাসি। ২৫তম বার্ষিকীতে শুভেচ্ছা। ’

ববি ও তানিয়াকে প্রথমে প্রেমিক-প্রেমিকা হিসাবে দেখা যায়। পরে তারা স্বামী-স্ত্রী এবং এক পরিণত বয়সী দম্পতি হিসাবে। তারা বছরের পর বছর ধরে মর্যাদার সঙ্গে তাদের সম্পর্ক টিকিয়ে রেখেছেন। তারা একে অপরের সঙ্গে থাকার ২৫ বছর উদযাপন করছেন। ২৫তম বিবাহবার্ষিকীতে ববি ও তানিয়াকে অভিনন্দন জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনেরা। অভিনেতার বলিউডের সহকর্মীরাও পোস্টের নিচে মন্তব্য করেছেন এবং তাদের সম্পর্ক যাতে সবসময় এমনই থাকে সে কামনা করেছেন।

১৯৯৬ সালে ববি ও তানিয়া বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তবে তাদের কখনই মিডিয়ার সামনে আনেননি এই তারকা দম্পতি। এদিকে পর্দায় ববি দেওলকে সর্বশেষ দেখা যায় নেটফ্লিক্স ফিল্ম ‘‘ক্লাস অব ৮৩’’ ও এমএক্স প্লেয়ার ‘আশ্রম’-এ। এছাড়া তার মুক্তিপ্রতিক্ষিত কাজগুলোর মধ্যে রয়েছে ‘পেন্টহাউস’ ও ‘লাভ হোস্টেল’।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *