৯ দিন পর শুরু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের ফ্লাইট। শনিবার (২৯ মে) ২৫৯ যাত্রী নিয়ে সৌদি আরবের দুই গন্তব্যে যাত্রা করছে এয়ারলাইন্সটির দুই ফ্লাইট। শনিবার দুপুর ৩টা ১৫ মিনিটে ১৩৫ যাত্রী নিয়ে দাম্মাম ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ১২৪ যাত্রী নিয়ে জেদ্দার পথে উড়াল দিয়েছে বিমানের দুটি ফ্লাইট। শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে আরেকটি ফ্লাইট রিয়াদের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
সম্প্রতি সৌদি আরব সরকারের কঠোর শর্তের কারণে ২০ মে থেকে দেশটিতে সব ফ্লাইট বন্ধ করেছিল বিমান। সৌদি সরকারের নতুন শর্তে বলা হচ্ছে, দেশটিতে ভ্রমণ করতে যাওয়া সব বিদেশি নাগরিককে বাধ্যতামূলক কোভিড চিকিৎসা সংক্রান্ত ইনস্যুরেন্স করতে হবে। এই ইনস্যুরেন্সের আওতায় হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসা খরচ অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে। দেশটিতে যেতে চাওয়া যাত্রীদের ভ্রমণের প্রথম ও সপ্তম দিন পিসিআর টেস্টের ব্যবস্থাও এয়ারলাইন্সকে করতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। ফ্লাইটের যাত্রীদের তালিকাও এয়ারলাইন্সকে যাত্রার চার দিন আগে দেশটির কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে বলে জানায় সৌদি।
বিমান জানিয়েছে, সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে হবে। ভিসার মেয়াদের উপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে বলেও জানায় বিমান।
বার্তা বিভাগ প্রধান