Home » শনিবার থেকে স্বাভাবিক হবে ইন্টারনেটের গতি

শনিবার থেকে স্বাভাবিক হবে ইন্টারনেটের গতি

ডেস্কনিউজ

: ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে শনিবার বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান। কক্সবাজার-চেন্নাই রুটে ক্যাবলের একটি রিপিটার পরিবর্তনের কাজ চলছে। এজন্য প্রথম সাবমেরিন ক্যাবলে ডেটা সঞ্চালন ১৮ মে থেকে বন্ধ রয়েছে। শনিবার এই কাজ শেষ হতে পারে। বৃহস্পতিবার এসব কথা জানান মশিউর রহমান। তিনি জানান, গত ১৮ মে থেকে চেন্নাইতে সিম-উই-৪ ক্যাবলটির একটি রিপিটার পরিবর্তনের কাজ শুরু হয়। তাই কক্সবাজার-চেন্নাই-সিঙ্গাপুর রুটটি বন্ধ রয়েছে। প্রথম ক্যাবলটি বন্ধ থাকায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি অবশ্য বিকল্প ব্যবস্থা করেছে।
তিনি আরও জানান, এরপরও কোনো কোনো জায়গার গ্রাহকরা ইন্টারনেটের গতি আগের চেয়ে একটু কম পাচ্ছেন। তবে শনিবার থেকে ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে।
এর আগে বুধবার মশিউর রহমান জানান, ইন্টারনেটের গতি আরও একদিন ধীর থাকবে। ২৪ মে পর্যন্ত ইন্টারনেটের ধীর গতির কথা বলা হলেও আগামী ২৫ মে পর্যন্ত এই সময় বৃদ্ধি পেতে পারে।
বঙ্গোপসাগরের তলদেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ করার সময় বৈরি আবহাওয়ার কারণে এই সময় লাগছে বলে উল্লেখ করেন তিনি।
বিএসসিসিএল সূত্র জানিয়েছে, কক্সবাজার-ব্যাংকক-সিঙ্গাপুর রুটে বিকল্প ব্যবস্থা রেখেছে বিএসসিসিএল। একইভাবে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বা সিম-উই-৫ ক্যাবলেও ডেটার ব্যবহার ঘুরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এছাড়া ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আনতে ৬টি আন্তর্জাতিক টেরিস্টোরিয়াল ক্যাবল চালু আছে, যার মাধ্যমে দেশের মোট চাহিদার একটি বড় অংশের যোগান দেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মেরামতের জন্য প্রথম সাবমেরিন ক্যাবল কয়েকদিন সম্পূর্ণরূপে বন্ধ ছিল।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *