কক্সবাজারে সাবমেরিন ক্যাবলের মেরামত কাজের কারণে আজ (শুক্রবার) ইন্টারনেটের কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে। ইন্টারনেট ধীরগতিও হতে পারে।
বঙ্গোপসাগরের নিচ দিয়ে আনা ক্যাবলের মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে পরবর্তী আট ঘণ্টা এই সমস্যা হতে পারে।
শুক্রবার (২৮ মে) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের সাবমেরিন ক্যাবলের কাজ করতে প্রায় আট ঘণ্টার মতো সময় লাগতে পারে।
বার্তা বিভাগ প্রধান