অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দেড়মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ। মঙ্গলবার তাঁর করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
জানা যায়, সিলেটের নাট্যসংগঠন নাট্যলোক’র সভাপতি খোয়াজ রহিম সবুজ গত ১৯ মে থেকে মুখে স্বাদ পাচ্ছিলেন না। এরপর নমুনা পরীক্ষায় আজ মঙ্গলবার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
গত ১০ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি অ্যাস্ট্রাজেনেকার টিকার ২য় ডোজ গ্রহণ করেন। এর দুই মাস আগে তিনি একই কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেন।
বার্তা বিভাগ প্রধান