প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের আরো ৬৯ জন। আজ রবিবার সিলেটের তিন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। জানা গেছে, সিলেট বক্ষব্যধি হাসপাতালে রবিবার নমুনা পরীক্ষা করা হয় ৪৫টি। পরীক্ষার পর ১৬ জনের দেহে শনাক্ত হয় করোনা। আক্রান্ত সবাই সিলেট সদর উপজেলার বাসিন্দা। সিলেট ওসমানী ম্যাডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষার পর ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৬ জন সিলেটের ও একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে একদিনে আরও ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার শাবির পিসি-আর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল জানান, আজ রবিবার শাবির ল্যাবে ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বার্তা বিভাগ প্রধান