Home » সিলেটে নিখোঁজের তিনদিন পর উবার চালকের লাশ উদ্ধার

সিলেটে নিখোঁজের তিনদিন পর উবার চালকের লাশ উদ্ধার

সিলেটে নিখোঁজ উবার চালকের লাশ তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ । বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার হাজীগঞ্জ মুহাম্মদপুর এলাকার একটি ডোবা থেকে স্থানীয় জনতা ও পুলিশ তার লাশ উদ্ধার করে।

পারিবারিক সূত্র জানায়, জকিগঞ্জের কাজলসার ইউপির মৃত নুমান রশিদ চৌধুরীর ছেলে রেদওয়ান গত ৩ দিন আগে সিলেট থেকে নিখোঁজ হন। জানা গেছে, সৌরভ সিলেট নগরীর সোবহানীঘাটে এক আত্মীয়ের বাসায় থেকে রাইড শেয়ারিং করতেন। মোটরসাইকেলসহ তিনি ১১ মে নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে পাওয়া না যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে জানানো হয়। পুলিশ মোবাইল ট্র্যাকিং-এর মাধ্যমে সৌরভের অবস্থান শনাক্ত করে। এরপর দক্ষিণ সুরমার একটি ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

সৌরভের চাচা মামুনুর রশীদ চৌধুরী ৩ দিন আগে তার ভাতিজা নিখোঁজ হবার কথা জানিয়ে বলেন, বৃহস্পতিবার রাতে সিলেটের মোগলাবাজার এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এর বাইরে তিনি আর বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা সৌরভ নামের এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *