করোনা সংক্রমন রোধে সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও সিলেটের লাক্কাতুড়া চা বাগানে মানুষের ঢল নেমেছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদের দিন বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছে পর্যটন কেন্দ্র মহাস্থানগড়ে।
শনিবার ঈদের দ্বিতীয় দিন লাক্কাতুড়া চা বাগান এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঈদের দিনও একই অবস্থা ছিল।
সরকারি বিধি নিষেধ অনুযায়ী সিলেটের বেশীরভাগ পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় লোকজন সেগুলোতে প্রবেশ করতে পারছেন না। তাই শহরের নিটকবর্তী, দৃষ্টিনন্দন লাক্কাতুরা চা বাগান এলাকায় বেলা বাড়ার সাথে সাথে লোকজনের ভিড় বাড়তে দেখা গেছে। লাক্কাতুরায় চা বাগান, গলফ কোর্সের পাশাপাশি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টানছে পর্যটকদের।
সিলেট শহর ছাড়াও আশেপাশের এলাকা থেকে লোকজন আসতে দেখা গেছে। পরিবহন বন্ধ থাকায় রিকশা, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাযোগে সেখানে ভিড় করছে। আর এই সুযোগে এই এলাকায় বসেছে ভাসমান খাবারের দোকান। পর্যটকদের জন্য কয়েকজন যুবক সেখানে নিয়ে এসেছেন কয়েকটি ঘোড়া। ঘোড়া চড়িয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন তারা।
স্থানীয়রা জানান, বিকেলে ভিড় আরো বাড়বে। দূর দূরান্তে থেকে বিভিন্ন বয়সী মানুষ এখানে ভিড় করবে রাত পর্যন্ত। প্রতি বছরই ঈদের সময় এই এলাকায় অসংখ্য মানুষ ভিড় করেন।
শাকিল নামের এক পর্যটক জানান, ঈদের আনন্দ উপভোগ করতে তিনি মা-বাবাকে নিয়ে চা বাগানে এসেছেন। দুরের পর্যটন কেন্দ্র গুলো বন্ধ থাকায় শহরের কাছে লাক্কাতুরায় চা বাগানকেই বেছে নিয়েছেন তিনি।
বার্তা বিভাগ প্রধান