জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমদ (২৮) এর পিতা-মোঃ আক্কাস আলী (৫৬) নিখোঁজ।গত ৩০/০৪/২০২১খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় অত্র এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীরমহল্লাস্থ ঐক্যতান ১৮০, আফতাব উদ্দিন কটেজ বাসা হতে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে জিডি’র আবেদনকারীর পিতা জনাব মোঃ আক্কাস আলী (৫৬) বের হয়ে চলে যান। ঐদিন সারাদিন বাসায় না ফেরায় আবেদনকারী সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেন। আবেদনকারী সহ তার পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনরা দীর্ঘদিন যাবত খোঁজাখুজি অব্যাহত রাখলেও ভিকটিম জনাব মোঃ আক্কাস আলী (৫৬) কে না পাওয়ায় অদ্য ১১/০৫/২০২১খ্রিঃ তারিখ এয়ারপোর্ট থানায় আবেদনকারী জনাব নাসুম আহমদ উপস্থিত হয়ে লিখিত আবেদন করলে এর পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানার সাধারণ ডায়েরী নং-৪৭৭, তাং-১১/০৫/২০২১খ্রিঃ সাধারণ ডায়েরীতে লিপিবদ্ধ করা হয়। পার্শ্ববর্তী সকল থানা সহ রেলওয়ে থানায় বেতার বার্তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভিকটিমের কোন সন্ধান পাওয়া গেলে নিম্নস্বাক্ষরকারীকে অবহিত করার জন্য অনুরোধ করা হইল।
নিখোঁজ ব্যক্তি দৈহিক বর্ণনাঃ-উচ্চতা-৫ ফুট ০৩ ইঞ্চি, তাহার গায়ের রং শ্যামলা, মুখে দাড়ী রয়েছে, পড়নে লাল রংয়ের হাফ গেঞ্জি এবং কালো রংয়ের লুঙ্গি ছিল।