Home » এয়ারপোর্ট থানায় জুয়া খেলার সরঞ্জাম ৭ জন জুয়াড়ি গ্রেফতার

এয়ারপোর্ট থানায় জুয়া খেলার সরঞ্জাম ৭ জন জুয়াড়ি গ্রেফতার

এয়ারপোর্ট থানায় জুয়া খেলার সরঞ্জাম সহ ০৭ (সাত) জন জুয়াড়ি আটক করা হয়। ১০/০৫/২০২১খ্রিঃ তারিখ এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জনাব, আহমেদ পেয়ার এর দিক নিদের্শনায় অফিসার ইনচার্জ জনাব, খান মুহাম্মদ মাইনুল জাকির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জসিম উদ্দিনদ্বয়ের নেতৃত্বে এসআই(নিঃ)/নাজমুল আলম, সঙ্গীয় এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ, এসআই(নিঃ)/অমিতসাহা, এএসআই(নিঃ)/রিমনখান ও রাত্রীকালীন সিয়েরা-৩১ ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ)/ আবুল হোসেন ও ফোর্স সহ এয়ারপোর্ট থানারজিডি নং-৪৩২, তাং-১০/০৫/২০২১খ্রিঃ মূলে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়াস্থ নিলাচল-১৬ (শহীদ আহমদ) এর বাড়ির বিপরীত পাশে জনৈকলন্ডনীর পরিত্যাক্ত ঘরেরভিতর ১০/০৫/২০২১খ্রিঃ তারিখ রাত অনুমান ২১.৪৫ ঘটিকায় উপস্থিত হলে তথায় টাকার বিনিময়ে গাফলার গুটি দ্বারা জুয়া খেলারত অবস্থায় জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জুয়াড়ি ১। রাজন আহমেদ (২৬), পিতা-গিয়াস উদ্দিন, সাং-মঙ্গলশ্রী( বড়বাড়ী), থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে সাং-বাসা নং-অগ্রণী-১২৮, লন্ডনী রোড, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মোঃ মারুফ (২৭), পিতা-আক্কাস আলী, সাং-ভাটিপাড়া, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে সাং-অগ্রণী-২৭, লন্ডনী রোড, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। আনোয়ার হোসেন (২৯), পিতা-মোঃ সুরুজ মিয়া, সাং-তারাপুর চা-বাগান, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৪। কামরুলহাসান (২২), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-অগ্রণী-১৬৪, লন্ডনী রোড, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৫। সুমন আহমদ (২৪), পিতা-মৃত: তাহির আলী, সাং-মোহনা-২৯/৫, পাঠানটুলা, থানা-জালালবাদ, জেলা-সিলেট, ৬। মুন্না খান (২৪), পিতা-কাজলখান, সাং-অগ্রনী-১৫৭, লন্ডনী রোড, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৭। সোহান মিয়া (২৪), পিতা-আব্দুল আজিজ মনু, সাং-নীলাচল-১১, হাজীপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদের ধৃত করেন। ধৃত জুয়াড়িদের এভাবে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় এবং উক্ত স্থানে গাফলা নামক জুয়া খেলার গুটি ও নগদ টাকা এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো অবস্থায় পেয়ে সেখানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজত হতে (ক) জুয়া খেলায় ব্যবহৃত একটি কালো রংয়ের টিনের তৈরী বক্সে রক্ষিত গাফলা খেলার মোট ২৮(আঠাশ)টি ক্রিম কালারের গুটি ও (খ) জুয়া খেলালব্দ সর্বমোট ৮৭২/-(আটশত বাহাত্তর) টাকা উদ্ধার পূর্বক ২২.০৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দকরতঃ হেফাজতে নেন। পরবর্তীতে জব্দকৃত আলামত (জুয়া খেলার সরঞ্জামাদি) ও আসামীদেরকে হেফাজতে নিয়ে থানায় এসে এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-১৭, তাং-১০/০৫/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *