সিলেট: দুই বাংলার মেল-বন্ধনে ভারতের জনপ্রিয় ২৪ ঘন্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এক্সপ্রেস নিউজ এ নিয়োগ পেলেন ইমন দাস।
সম্প্রতি কর্তৃপক্ষ তাকে সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন বলে জানান চ্যানেলটির বাংলাদেশ ব্যুরো তরিকুল ইসলাম লাবলু।
গত ৮ মে থেকে তার এই নিয়োগ কার্যকর করা হয়।
ইমন দাস দীর্ঘ তিন বৎসর যাবৎ সিলেটের দৈনিক শুভ প্রতিদিন পত্রিকায় কর্মরত ছিলেন। তাঁহার এই পথ চলা শুরু সিলেট বাংলা নিউজ, কলকাতা টিভি, এলবি ২৪ এর মাধ্যমে।
এছাড়া ও বিভিন্ন সামাজিক সংগঠনে সমাজের দাবি আদায়ে অগ্রণী ভূমিকা ছিলেন।
চ্যানেল এক্সপ্রেস নিউজ টিভি’র সিলেট প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় ইমন দাস চ্যানেল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সবার আশীর্বাদ/ দোয়া প্রত্যাশী। মাতৃ ভূমির প্রতি ভালবাসা ও বিশ্বের কাছে পৌছে দিতে বদ্ধ পরিকর।
নির্বাহী সম্পাদক