Home » দক্ষিণ আফ্রিকাতেও মিলল ভারতে পাওয়া করোনার ভ্যারিয়েন্ট, আক্রান্ত ৪

দক্ষিণ আফ্রিকাতেও মিলল ভারতে পাওয়া করোনার ভ্যারিয়েন্ট, আক্রান্ত ৪

জোহনেসবার্গ:

ক্রমশই ছড়াচ্ছে ভারতে আবিষ্কৃত করোনার নতুন স্ট্রেন। ফ্রান্স ও স্পেনের পর দক্ষিণ আফ্রিকাতেও এই স্ট্রেন ছড়িয়ে পড়ল। শনিবার দেশের স্বাস্থ্যমন্ত্রী জোয়েলি মখিজে জানিয়েছেন, B.1.617.2 করোনা স্ট্রেনের ৪টি মামলা এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ধরা পড়েছে। তার মধ্যে গৌটেংয়ে ২টি ও কাওয়াজুলু-নাতালে ২টি। এই চারজনই ভারতে এসেছিলেন।

এছাড়া ব্রিটেনে আবিষ্কৃত B.1.1.7 স্ট্রেনও খুঁজে পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। তবে প্রশাসনিক তরফে জানানো হয়েছে, এ নিয়ে চিন্তার কিছু নেই। এই ভ্যারিয়েন্টগুলি সেভাবে ছড়িয়ে পড়তে পারেনি। পরিস্থিতি আয়ত্তেই রয়েছে। কমিউনিটি ট্রান্সমিশনের কোনও লক্ষণ নেই। দক্ষিণ আফ্রিকাতেও করোনার একটি ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়েছিল। সেটি হল B.1.617.2। কেনিয়া, উগান্ডা ও মরক্কোতেও এই স্ট্রেনের দেখা মিলেছিল। তবে ভারতে আবিষ্কৃত করোনার এই ডাবল মিউট্যান্ট যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য ভারত থেকে সমস্ত বিমান বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা।

কিছুদিন আগে ফ্রান্স ও স্পেনে এ ভ্যারিয়েন্টের সন্ধান। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী একথা জানিয়ে বলেন, সেই দেশে ১১ জনের শরীরে করোনা ভাইরাসের ভারতে আবিষ্কৃত ভ্যারিয়েন্ট খুঁজে পাওয়া গিয়েছে। মন্ত্রী ক্যারোলিনা ডারিয়াস জানিয়েছেন, স্বাস্থ্য আধিকারিকরা সাম্প্রতিক দিনগুলিতে করোনার এই মামলাগুলি ক্ষেত্রে দুটি পৃথক প্রাদুর্ভাবের খোঁজ পেয়েছেন। তবে কোথা থেকে এই করোনা ভ্যারিয়েন্ট স্পেনে পৌঁছল তা এখনও জানা যায়নি। অন্যদিকে এই করোনা স্ট্রেন দ্বারা আক্রান্ত হয়েছেন তিন জন ফরাসি নাগরিক। প্রথম এই স্ট্রেন নিয়ে ধরা পড়েন দক্ষিণ পশ্চিম ফ্রান্সের এক মহিলা। তিনি সম্প্রতি ভারতে এসেছিলেন। অনুমান তার সাহায্যেই ভারতে আবিষ্কৃত করোনার স্ট্রেন সেই দেশে ছড়িয়ে পড়ে। এই বিষয়ে নিশ্চিত করেছিল সেই দেশের স্বাস্থ্যমন্ত্রক। বাকি দুজনও নয়া ভ্যারিয়েন্ট আমদানি করে নিয়ে গিয়েছে তাদের দেশে। এরা আবার দক্ষিণ – পূর্ব ফ্রান্সের বাসিন্দা। করোনা থেকে বাঁচতে সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সের যে সমস্ত ক্যাফে রেস্তোরাঁ রয়েছে তা এবার ধীরে ধীরে খোলা হবে, কারণ সে দেশে সংক্রমণ রুখতে এক মাসের কড়া লকডাউনের ঘোষণা করা হয়েছিল। ১৯ মে থেকে বেশ কিছু বিধি নিষেধ মেনে খুলবে মিউজিয়াম, সিনেমাহল, থিয়েটার।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *