ঐতিহাসিক প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভবানা নেই অভিমন্যু ঈশ্বরনের৷ তবে ইতিহাসের সাক্ষী থাকতে চলেছেন বাংলা অধিনায়ক৷ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য বিসিসিআই যে দল ঘোষণা করেছে, তাতে স্ট্যান্ড-বাই হিসেবে জায়গা পেয়েছেন প্রতিশ্রুতিময় এই ডানহাতি ব্যাটসম্যান৷
১৮ জুন থেকে সাউদাম্পটনে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক এই ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া। এর জন্য ২ জুনের প্রথম সপ্তাহেই ইংল্যান্ডে রওনা দিতে হবে বাংলার এই তারকা ব্যাটসম্যান। ২০ জনের ভারতীয় দলে জায়গা না-পেলেও আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে বাংলার ওপেনারকে। কোনও ক্রিকেটার চোট পেলে দেশ থেকে উড়িয়ে এনেই তাঁকে খেলানো সম্ভব নয়। কারণ কোভিড আবহে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক৷ তাই চার ক্রিকেটারকে স্ট্যান্ড-বাই হিসেবে জৈব সুরক্ষিত বলয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। এঁদের একজন হলেন বাংলা অধিনায়ক৷
২০১৩ সাল থেকে প্রথমশ্রেণির ক্রিকেট খেলা ঈশ্বরন এ নিয়ে চারবার ভারতীয় দলের স্ট্যান্ড-বাই হিসেবে জায়গা পেলেন৷ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য আরও তিন জন স্ট্যান্ড-বাই থাকলেও তিনিই একমাত্র ব্যাটসম্যান৷ ফলে ইংল্যান্ডে বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে তাঁর খেলার সম্ভাবনা থাকছে৷ দেরাদুনে জন্ম হলেও বাংলার হয়ে খেলেন ঈশ্বরন৷ এখনও পর্যন্ত ৬৪টি প্রথমশ্রেণির ম্যাচে ৪৪০১ রান করেছেন৷ আর ৬২টি লিস্ট-এ ম্যাচে করেছেন ২৮৭৫ রান৷ দুই ক্ষেত্রেই গড় ৪০৷
শনিবার সোশাল মিডিয়া টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করেন ঈশ্বরন৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো মঞ্চে স্ট্যান্ড-বাই হিসেবে থাকাটাও যে ভাগ্যের, তা মেনে নিচ্ছেন বাংলা অধিনায়ক। তিনি বলেন, ‘এই সফরে আমি প্লেয়ার হিসেবে উন্নতি করতে পারলে, সেটা দারুণ হবে৷ সুযোগ পেলে সেটা করার চেষ্টা করব৷’ বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে প্র্যাকটিস করা প্রসঙ্গে ঈশ্বরণ বলেন, ‘আমি আগে শুনেছি৷ তবে এবার বিরাট কোহলি, রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারার সঙ্গে প্র্যাকটিসের সুযোগ পাব৷ ওরা দুর্দান্ত ব্যাটসম্যান৷ ম্যাচে যা করতে চাই, সেটাই ওরা নেটে করেন৷ কাছ থেকে সেটা দেখা আমার কাছে দারুণ অনুভূতি৷’
নির্বাহী সম্পাদক