Home » ভয়ঙ্কর রূপ নেয়নি ব্ল্যাক ফাঙ্গাস, সংক্রমণ রুখতে বিশেষ পরামর্শ নীতি আয়োগের

ভয়ঙ্কর রূপ নেয়নি ব্ল্যাক ফাঙ্গাস, সংক্রমণ রুখতে বিশেষ পরামর্শ নীতি আয়োগের

নয়াদিল্লি:

দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য অধিকারিকরা।তার মধ্যেই আবার গোদের উপর বিষফোঁড়ার মত জাঁকিয়ে বসছে মিউকোরমাইকেসিস বা ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন(Black Fungus) । দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের (Sir Gangaram Hospital) তরফে জানানো হয়, একাধিক করোনা রোগীর মধ্যে এই ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে , যা প্রাণঘাতী রূপও নিতে পারে। তবে এবার দেশবাসীকে আস্বস্ত করে নীতি আয়োগের (Niti Aayog) সদস্য ভিকে পাল জনিয়েছেন, এটি এখনও সেভাবে ছড়িয়ে পড়েনি এবং এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও রয়েছে।

সাংবাদিক সম্মেলন করে নীতি আয়োগের সদস্য ভিকে পাল বলেন, “কোভিড -১৯ আক্রান্ত রোগীদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নামক ছত্রাকের সংক্রমণ দেখতে পাওয়া যায়। এটি মিউকর নামক একটি ছত্রাকের মাধমে ছড়িয়ে পড়ে। মূলত যারা ডায়াবেটিস রোগী, তাদের ক্ষেত্রেই এই সংক্রমণের সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তবে এখনও পর্যন্ত সংক্রমণ ছড়িয়ে পড়েনি এবং আমরা এই বিষয়ে কড়া নজর রাখছি।’

তিনি আরোও বলেন, যাদের অনিয়ন্ত্রিত সুগার বা মধুমেহ থাকে তাদেরকেই বেশি আক্রমণ করে মিউকর। এছাড়াও ডায়বেটিস রোগীরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নানা ধরনের ওষুধ, স্টেরয়েড নেন তাদের ক্ষেত্রে এই সংক্রমণের সম্ভাবনা সবথেকে বেশি। যদি রোগীরা ভেজা জায়গাায় অনেকক্ষণ থাকেন, তাহলেও এই সংত্রমণ হতে পারে।করোনা রোগের চিকিৎসায় ডেক্সামেথাসনস প্রেডনিসোলোন, ডেক্সোনা জাতীয় যে অসুস্থ গুলি ব্যবহার করা হয়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা চাপা পড়ে যায়। সেই সময়ই এই ছত্রাক আক্রমণ করে।

এছাড়াও যখন করোনা রোগীকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় তখন খেয়াল রাখতে হবে। কারণ এতে জলযুক্ত হিউমিডিফায়ার থাকে, সেখান থেকে জল লিক করলে সেখান থেকে রোগীর ছত্রাকের সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। টোকিলিজুমাব এবং ইতোলিজুমাব ওষুধগুলো করোনা রোগীদের ভেবেচিন্তে ব্যবহার করা উচিত। যাদের ডায়াবেটিস আছে তাদের সুগার লেভেল নিয়ন্ত্রণ করা উচিত। অযথা স্টেরোয়েড ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্যকর্মীদের এই বিষয়ে বিশেষ নজর রাখার অনুরোধ করেছেন এবং জাতীয় টাস্কফোর্স এবং সরকার এই সংক্রমণের সম্ভাবনা কমাতে নতুন প্রোটোকল নির্ধারণ করেছেন। সেগুলো মেনে চলার পরামর্শ দিয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *