Home » মানিকপীর টিলায় আগামীতে লাশ দাফনে টাকা লাগবে

মানিকপীর টিলায় আগামীতে লাশ দাফনে টাকা লাগবে

সিলেট সিটি করপোরেশনের অধীনস্থ নগরীর একমাত্র বৃহৎ কবরস্থান মানিকপীর টিলায় আগামীতে লাশ দাফনে লাগবে টাকা। তবে গরিব, অসহায় পরিবারের ও অভিভাবকহীন লাশ দাফনের বেলায় কোনো টাকা লাগবে না।বিভিন্ন সময় কবরস্থানের সংস্কার কাজের সহযোগিতার জন্য এমন নিয়ম চালু করা হবে বলে জানিয়েছন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।শুক্রবার (৭ মে) জুমআ’র নামাজের পর মানিকপীর টিলার আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন মেয়র আরিফ। তবে এ নিয়ম শুধু বিত্তশালীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানান তিনি।

সিলেট নগরীর সবচেয়ে বড় কবরস্থান মানিকপীর টিলার আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সিলেট ছাড়া বাকি সব সিটি করপোরেশনের আওতাধীন কবরস্থানে লাশ দাফনে নির্ধারিত ফি দিতে হয়। শুধু আমাদের সিলেটেই এটা ফ্রি। তবে আগামীতে মানিকপীর টিলায়ও লাশ দাফনের ক্ষেত্রে দিতে হবে নির্ধারিত ফি। সংস্কার কাজ সম্পন্ন হবার পর সিসিক পরিষদ বসে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে ও ফি নির্ধারণ করা হবে।

মেয়র বলেন, তবে গরিব, অসহায় পরিবারের বা লাওয়ারিশ লাশ দাফন ফ্রি-ই থাকবে। শুধু বিত্তশালীদের ক্ষেত্রে একটি নির্ধারিত ফি রাখা হবে। এটা কবরস্থানের সংস্কার কাজের স্বার্থেই রাখা হবে। উন্নয়নকাজে সব সময় সরকারে মুখাপেক্ষী হওয়ার কী প্রয়োজন। ধনীর পরিবার বা ধনী ব্যক্তিরা কন্ট্রিবিউট করলে (অবদান রাখলে) বিভিন্ন সময় উন্নয়নকাজ দ্রুত এবং সহজে হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *