Home » দোকানে যদি স্বাস্থ্যবিধি না মানলে কিন্তু দোকান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী

দোকানে যদি স্বাস্থ্যবিধি না মানলে কিন্তু দোকান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘অকারণে আমাদের বেখেয়ালিপনায় আমরা মানুষের জীবনের যেন ক্ষতি না করি। ঈদের জন্য আমরা বাজার করতে যাই। ছেলেমেয়েদের কাপড় কিনব তারা আনন্দ পাবে। কিন্তু সেই আনন্দ যদি পরিবারের জন্য দুর্যোগ, ক্ষতি বা মৃত্যু বয়ে আনে তবে সেই আনন্দ আর আনন্দ থাকবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘কাজেই দোকানপাট খোলা আছে। যাওয়া না যাওয়া আমাদের বিষয়। যেভাবে লোকজন ভীড় করছে আমি তাতে শঙ্কিত। দোকান মালিকদের বলব, আপনারা মাস্কের ব্যবহার করেন। যারা শিশুদের নিয়ে মার্কেটে যাচ্ছেন, তাঁরা দয়া করে যাবেন না। দোকানে যদি স্বাস্থ্যবিধি মানা না হয় তাহলে কিন্তু দোকান বন্ধ হয়ে যাবে।’

আজ শুক্রবার বিকেলের দিকে মানিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ-সাটু‌রিয়া সংসদীয় আসনের এক হাজার ২০০ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী করোনার টিকা বিষয়ে আরও বলেন, ‘ভারতে আমাদের চাহিদা ছিল তিন কোটি করোনার ডোজ। তারা আমাদেরকে সত্তর লাখ টিকা দিয়েছে এবং ত্রিশ লাখ টিকা উপহার দিয়েছিল। এরই মধ্যে প্রথম ডোজ শেষ হয়ে গেছে। ভারত আর টিকা দিতে পারছে না। টিকা না পেলে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হবে না।’

‘তবে, আমরা রাশিয়ার সঙ্গে আলাপ করেছি। সেই সঙ্গে চীনের সঙ্গেও টিকা নিয়ে সরকারের আলোচনা চলছে। আশা করছি, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় আমরা পরবর্তীতে টিকা সংগ্রহ করতে পারব’, যোগ করেন জাহিদ মালেক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *