ভুয়ো ছবি প্রকাশ করার দায়ে অভিযুক্ত এ বার বিজেপি। ভোট পরবর্তী হিংসায় শীতলখুচিতে মৃত দলীয় কর্মীর ছবি বলে বিজেপি যা প্রকাশ করেছে, সেটা আসলে তাঁর বলে দাবি করেছেন এক সাংবাদিক। বিজেপি নেতৃত্ব ক্ষমা চাইলেও অভ্র বন্দ্যোপাধ্যায় নামে ওই সাংবাদিক আইনি পদক্ষেপের চিন্তাভাবনা করছেন।
পুলিশ-প্রশাসনের তরফে বার বার সতর্ক করা হচ্ছে। ভুয়ো খবর ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এমনকি ভুয়ো খবর সংক্রান্ত কোনও বিষয় জানা থাকলে তাদের জানানোর জন্য ইমেল এবং ফোন নম্বরও প্রকাশ করেছে কলকাতা পুলিশ। নেটাগরিকদের একটা বড় অংশও ভুয়ো খবর নিয়ে সর্বদা সচেতনমূলক পোস্ট করছেন নেটমাধ্যমে। সেই আবহেই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসায় তাদের দলের ৯ জন মারা গিয়েছেন বলে দাবি করে শুক্রবার একটি ভিডিয়ো প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। সেই ভিডিয়োয় ওই ৯ জনের ছবি, নাম, ঠিকানাও প্রকাশ করা হয়। কিন্তু পরে অভ্র দাবি করেন, ওই ৯ জনের মধ্যে শীতলখুচিতে তাদের যে কর্মী মারা গিয়েছেন বলে দাবি করেছে বিজেপি, সেই ছবি আসলে তাঁর। এর পর যদিও বিজেপি নেতৃত্ব দাবি করেন, অভ্রের লেখা প্রকাশ করতে গিয়ে ভুলবশত তাঁর ছবি প্রকাশ হয়ে গিয়েছে। এ জন্য তাঁরা দুঃখিত। তবে, অভ্র এই ঘটনা নিয়ে বিজেপি এবং ওই দলের আইটি সেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন।
রবিবার ভোটের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের বিক্ষিপ্ত জায়গা থেকে অশান্তি অভিযোগ উঠেছে। তৃণমূল-বিজেপি— দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বুধবার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানের পর রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড় সে প্রসঙ্গ তোলেন। মমতাও একাধিক বার হিংসা বন্ধ করে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন। এ সবের মধ্যেই মমতার শপথগ্রহণের দিন সাংবাদিক বৈঠক করে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা ভোট পরবর্তী হিংসার ‘ভুয়ো খতিয়ান’ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই দিন কলকাতায় দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত এবং শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। সেখানে ‘মমতার খুনের খেলা’ নামে ছ’মিনিটের একটি ভিডিয়ো প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব।
নির্বাহী সম্পাদক