শুক্রবার বেলা ২টায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ডের অসচ্ছল চার হাজার পরিবারে ঈদ উপহার দিচ্ছেন সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
উদ্বোধনী দিনে সাদিপুর ও ভাটাটিকর এলাকার সাড়ে ৫শ’ অসচ্ছল পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। ২০নং ওয়ার্ডের বাকি এলাকায় পর্যায়ক্রমে ঈদ উপহার পাঠিয়ে দেয়া হবে বলে জানান কাউন্সিলর আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ রাজনৈতিক পরিবারের মানুষ। তাই মানুষের সুখ-দু:খ তার অনুভূতিকে নাড়া দেয়। করোনা পরিস্থিতির শুরু থেকে আজাদ তার ওয়ার্ডসহ মহানগরীর বিভিন্ন এলাকার অসহায় গরীব মানুষের পাশে নানারকম সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ২০নং ওয়ার্ডের চার হাজার পরিবারে কাউন্সিলর আজাদ ঈদ উপহার পাঠাচ্ছেন। তাঁর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
বিশেষ অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে কাউন্সিলর আজাদের এমন মহতী উদ্যোগ নি:সন্দেহে প্রশংসনীয়। তার মতো সকল জনপ্রতিনিধি এভাবে এগিয়ে আসলে সমাজের অসহায় লোকজনের কষ্ট অনেকটাই লাঘব হবে।
কাউন্সিলর আজাদের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মো. ছানাওর, টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার শাহ মুজিবুর রহমান জকন, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন মন্জু, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমদাদ হোসেন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ছমর উদ্দিন মানিক, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আমিরুজ্জামান চৌধুরী দুলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সভাপতি হিমাংশু বিশ^াস, সাধারণ সম্পাদক সুকোমল সেন হরি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মুহিব, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন লিটন, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাইছ মিয়া, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিরক দে পাপলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুস সালাম রিজভি, সহ সভাপতি এনায়েতুল বারী মোর্শেদ, শাপলাবাগ বহুমূখী উন্নয়ন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী বাবু, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জামিল আহমদ দুলাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা রাফিউল করিম মাসুম।
বার্তা বিভাগ প্রধান