সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,
টেকনাফ: টেকনাফ উপজেলার সবখানে চলছে পানির হাহাকার। যেদিকে তাকায় সেদিকে পানির সমস্যা। এ সংকটকালীন সময়ে পৌরসভার চৌধুরী পাড়াসহ কয়েক জায়গায় গিয়ে দেখা যায় গাড়ী দিয়ে ড্রামে করে পানি দিচ্ছেন এজাহার মিয়া নামে এক লোক।
তিনি জানান, পৌরসভার বাসিন্দা ও পৌর সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুস শুক্কুর সিআইপি পোরসভার সবখানে এই পানি সরবরাহ করছেন।
পানি নিতে আসা ছলিমা বেগম বলেন, আমরা পানি নিয়ে অনেকদিন কস্ট পাওয়ায় এখন একটু সুখ পাচ্ছি।
নির্বাহী সম্পাদক