Home » টেকনাফে সুপেয় পানির জন্য হাহাকার

টেকনাফে সুপেয় পানির জন্য হাহাকার

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,

টেকনাফ: টেকনাফ উপজেলার সবখানে চলছে পানির হাহাকার। যেদিকে তাকায় সেদিকে পানির সমস্যা। এ সংকটকালীন সময়ে পৌরসভার চৌধুরী পাড়াসহ কয়েক জায়গায় গিয়ে দেখা যায় গাড়ী দিয়ে ড্রামে করে পানি দিচ্ছেন এজাহার মিয়া নামে এক লোক।
তিনি জানান, পৌরসভার বাসিন্দা ও পৌর সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুস শুক্কুর সিআইপি পোরসভার সবখানে এই পানি সরবরাহ করছেন।
পানি নিতে আসা ছলিমা বেগম বলেন, আমরা পানি নিয়ে অনেকদিন কস্ট পাওয়ায় এখন একটু সুখ পাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, টেকনাফের অধিকাংশ জায়গায় পানির খুবই সংকট। যা আমি কয়েকটি জায়গায় পরিদর্শনে গিয়ে দেখেছি। আশা করছি এ সমস্যা দ্রুত সমাধান হবে বলে তিনি জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *