গতকাল (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে সরকারি নির্দেশনা অমান্য করে (রাত ৮টার পর) শুকরিয়া মার্কেট খোলা রাখায় মার্কেটে অভিযান চালিয়ে বন্ধ করে দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সহযোগিতায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বুধবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর শুকরিয়া মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ৮টার পরে খোলা রাখায় মার্কেটটি বন্ধ করে দেয়া হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় মার্কেটের অন্তত ৫ টি দোকানে জরিমানা করা হয়।
এদিকে মার্কেটটি বন্ধ করে দেয়ার প্রতিবাদে ওই সময় বন্দরবাজার-চৌহাট্টা সড়ক অবরোধ করেন শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা। এসময় তারা জানান, অন্যান্য মার্কেটগুলো খোলা রেখে আমাদেরকে অবগত না করে হঠাৎ করে শুধু শুকরিয়া মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। এতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পরে ব্যবসায়ীরা কিচ্ছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে চলে যান।
তবে বৃহস্পতিবার সকাল থেকে শুকরিয়া মার্কেটে স্বাভাবিক বেচাকেনা চলতে দেখা গেছে।
এ বিষয়ে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, গতকাল বিধি-নিষেধ অমান্য করায় শুকরিয়া মার্কেটের কয়েকটি দোকানে জরিমানা করে প্রশাসন। তবে আজ সকাল থেকে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে প্রবেশ করতে ক্রেতাদের উদ্বুদ্ধ করছেন ও পরামর্শ দিচ্ছেন। আজ সকাল থেকে শুকরিয়া মার্কেটে স্বাভাবিক বেচাকেনা চলছে।
বার্তা বিভাগ প্রধান