অনেক আলোচনা ও উৎকণ্ঠার পর অবশেষে ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা পৌঁছান আইপিএলে খেলা দুই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
ভারত থেকে দেশে ফেরায় তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ১৪ দিনের কোয়ারেন্টিনে সাকিব থাকবেন গুলশানের একটি হোটেলে, আর সস্ত্রীক মোস্তাফিজ থাকবেন হোটেল সোনারগাঁওয়ে।
করোনাভাইরাসের থাবায় বন্ধ হয়ে গেছে আইপিএল। ভারতের সঙ্গে বাংলাদেশের সব যোগাযোগ বন্ধ থাকায় সাকিব-মোস্তাফিজের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছিল।
অনেক আলোচনার পর নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির উদ্যোগে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন তারা। এবারের আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স, আর মোস্তাফিজ মাঠ মাতিয়েছেন রাজস্থান রয়্যালসের জার্সিতে।
বার্তা বিভাগ প্রধান