গত ৩ দিন ধরে কোনও পোস্ট নেই নুসরত জাহানের সামাজিক পাতায়। একই পথে হেঁটেছেন যশ দাশগুপ্তও। রাজনৈতিক মতাদর্শে ভিন্ন হলেও এই এক বিষয়ে মিল নজর আকর্ষণ করেছে নেটাগরিকদেরও। কৌতূহলও জেগেছে অনেকের মনে। উত্তপ্ত রাজ্য-রাজনীতিই কি মৌনতার কারণ? শাসক দল জিতলেও ভাল ফল করেনি বিরোধী শিবির। নির্বাচনে পরাজিত সদ্য রাজনীতিতে যোগ দেওয়া বিজেপি প্রার্থী যশ। সব মিলিয়ে এই নীরবতা?
উত্তর মেলেনি কোনও তরফ থেকেই। তবে ২ তারকার মিলিত অনুরাগী পাতায় বিশেষ পরামর্শ যশের জন্য। কী সেই পরামর্শ? অনুরাগীদের পরামর্শ, জীবনে যা-ই ঘটুক না কেন এ রকমই হাসিখুশিই যেন থাকেন যশ। পোস্টে বিশ্ব হাসি দিবসে পোস্ট করা যশের ৩টি ছবি ফের ভাগ করে নেওয়া হয়েছে। সম্ভবত কোনও ছবির প্রচার অনুষ্ঠানে তিনি। সেই হাসিখুশি, প্রাণবন্ত যশ। ছবিগুলোও তাই ভীষণ জীবন্ত।
যশ কি সত্যিই পরাজয়ে মুষড়ে পড়েছেন? সময় উত্তর দেবে। তবে হাসিখুশি থাকার পাশাপাশি অনুরাগীদের আরও টোটকা, ‘ভালবাসার স্রোতে নিজেকে হারিয়ে ফেলুন!’ তাঁদের দাবি, তাহলেই ভাল থাকবেন যশ। ‘যশরত’ নিজেরাও বলেছিলেন, রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও বন্ধুত্বে তার ছাপ পড়বে না। নির্বাচন শেষ। অনুরাগীরা কি আবার তাঁদের যুগলমূর্তি দেখার অপেক্ষায়?
নির্বাহী সম্পাদক