Home » করোনায় লণ্ডভণ্ড বিশ্ব; পশুদের জন্য প্রথম টিকা আনলো রাশিয়া

করোনায় লণ্ডভণ্ড বিশ্ব; পশুদের জন্য প্রথম টিকা আনলো রাশিয়া

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে পশুদের জন্য করোনা টিকার প্রথম ব্যাচ তৈরি করেছে রাশিয়া। পশুপাখিদের ভিতর করোনা সংক্রমণ যেন না ছড়ায় এ জন্য টিকার প্রয়োগ শুরু হয়েছে দেশটি।

স্পুটনিক ভি টিকার পর কারনিভ্যাক-কোভ টিকা নিয়ে চলছে গবেষণা। রুশ সংবাদসংস্থা তাস জানাচ্ছে, মানুষের করোনা টিকার নিবন্ধনের পর গত মার্চ মাসে পশুপাখির জন্য টিকা তৈরির বিষয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়েছে সংস্থাটি।

রুশ নিয়ন্ত্রক সংস্থা রোসেলখোজনাজোর এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম ব্যাচের টিকা রাশিয়ার কয়েকটি অঞ্চলে সরবরাহ করা হবে। বিবৃতিতে আরো বলা হয়, জার্মানি, গ্রিস, পোল্যান্ড, অস্ট্রিয়া, কাজাখিস্তান, তাজিকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, লেবানন, ইরান ও আর্জেন্টিনা থেকে বিভিন্ন কোম্পানি এই টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পশু পাখি থেকে করোনা সংক্রমণ আটকাতে রাশিয়ায় প্রস্তুত করা হয়েছে প্রায় ১৭ হাজার ডোজ। এই টিকা কেনার আগ্রহ দেখিয়েছে জার্মানি, দক্ষিণ কোরিয়া, ইরান সহ বিশ্বের অন্তত ১২টি দেশ। সে সব দেশে গবাদি পশু, পোষ্যদের উপর প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। কৃষিভিত্তিক এলাকার উপর প্রাথমিকভাবে বেশি জোর দেওয়া হবে এই টিকা দান প্রকল্পে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *